শাল্লায় কমিটি গঠনে বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ
রাজনীতি
প্রকাশঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আল আমিন মিয়ার বিরুদ্ধে ওয়ার্ড কমিটি ঘোষণার আগেই অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির বরাবর লিখিত অভিযোগ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব) শৈলেন্দু কুমার দাসসহ পাঁচজন সদস্য।
অভিযোগে বলা হয়েছে, কমিটিতে বিভিন্ন পদ দেওয়ার আশ্বাস দিয়ে মো. আল আমিন মিয়া পদ-প্রত্যাশীদের কাছ থেকে অর্থ নিয়েছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আল আমিন মিয়া নিয়মবহির্ভূতভাবে ইউনিয়ন কমিটির সদস্যদের অমতে নিকটাত্মীয় ও আওয়ামী লীগ সমর্থনকারীদের পদ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে কমিটির অধিকাংশ সদস্য অনাস্থা জানিয়েছেন।
এদিকে হবিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কমিটিতে সভাপতি পদপ্রার্থী ছিদ্দিকুর রহমানও জেলা বিএনপির কাছে পৃথক অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, সভাপতি করার আশ্বাস দিয়ে আল আমিন মিয়া তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছেন। একইসঙ্গে জিয়া মিয়া, এমদাদুল হক, সোনাকান্ত বৈষ্ণব ও সুনীল শীলের কাছ থেকেও অর্থ দাবি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত আহ্বায়ক আল আমিন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব মিথ্যা অভিযোগ। ছিদ্দিক মিয়া আওয়ামী লীগের দোসর, সে সভাপতি হতে না পেরে অভিযোগ করেছে। শৈলেন্দু কুমারও তার মতো করে কমিটি দিতে না পেরে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।’
শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাননি।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত এডভোকেট আব্দুল হক বলেন, ‘শাল্লার হবিবপুর ইউনিয়ন থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। কমিটি গঠনে অর্থ আদায়ের বিষয়টি খতিয়ে দেখা হবে।’
শাল্লা, বিএনপি, অভিযোগ