সিলেটের স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর প্রতিবাদে ঘোষিত দশ দফা দাবি বিক্ষোভের মুখে মেনে নিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।


দাবি আদায়ে দেয়া ২৪ ঘন্টা আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শেষ হওয়ার আগেই ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।


পরে ট্রাস্টি বোর্ডের সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠকে সকল দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। পরে সোয়া ১১ টার দিকে সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যমের সামনে কর্তৃপক্ষের দাবি মেনে নেয়ার বিষয়টি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিরা।


স্কলার্সহোমের শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল (অব) মুনীর আহমেদ কাদেরী বলেন, প্রতিষ্ঠান পরিচালনাকারী হাফিজ মজুমদার ট্রাস্টের সভায় শিক্ষার্থীদের সব দাবি ও সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। 


তিনি জানান, অভিযুক্ত ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরীসহ তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এর আগে রবিবার সকালে বিক্ষোভে শিক্ষার্থীরা দাবি করেন যে আজমানের মৃত্যু ‘আত্মহত্যা’ নয়, বরং শিক্ষকদের দুর্ব্যবহারে ‘প্ররোচিত হয়ে আত্মহত্যা’। পরে তারা উপাধ্যক্ষের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সকাল পর্যন্ত ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।


এ সময় উপস্থিত আজমানের বোন বিক্ষোভরত শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং দাবি আদায় হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শিক্ষার্থীদের ১০ দফা দাবি হলো-আজমানের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা, উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ, শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবার অপসারণ, ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে হেনস্তা না করা, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ দেওয়া, কলেজের নোটিশ বোর্ডে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ, অভিভাবকের সঙ্গে অসদাচরণ বন্ধ ও শিক্ষার্থী-বান্ধব নীতি গ্রহণ, পরীক্ষার রুটিন তৈরিতে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া, শিক্ষকের ব্যক্তিগত আক্রোশ বন্ধ করা এবং ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ব্যবস্থা করা। 


রবিবার বিক্ষোভ শেষ হওয়ার পর স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেন, ‘আজমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুর কারণ হিসেবে যেসকল অভিযোগ আসছে, আমরা তা গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।’


তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন, দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো যৌক্তিক। এর মধ্যে যে সকল দাবি পুরণের এখতিয়ার প্রতিষ্ঠানের হাতে আছে, তা আমরা তাদের দেয়া সময়ের মধ্যেই পুরণ করবো।’

Single News Bottom

শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, স্কলার্সহোম, বিক্ষোভ, আজমান, ১০ দফা দাবি,