একটি বিশেষ দলের হস্তক্ষেপে সংস্কার বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ। 
 
আজ বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারে রেজিস্ট্রারী মাঠে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকার সংস্কার শুরু করেছেন, প্রথমে ১১টি কমিশন, পরে ৬টি নিয়ে ঐক্যমত্য কমিশন করেছেন। কিন্তু দীর্ঘ ৩ মাস ধরে বৈঠকের পর বৈঠক হচ্ছে। কিন্তু দিনশেষে বিশেষ একটি দলের হস্তক্ষেপে সংস্কার বাধাপ্রাপ্ত হচ্ছে।’

‌‌জামায়াতের এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‌‌‘ফ্যাসিবাদী শাসনামলে যা ঘটেছে, বর্তমান সরকার তা না করলেও কোন কোন দল নিজের তালের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঘাট দখল, বাজার দখল, স্টেশন দখল– চাঁদাবাজি সন্ত্রাসে লিপ্ত হয়েছে। আর এক্ষেত্রে সরকার কঠোর হস্তে যেভাবে দমনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘সরকার জুলাই ঘোষণাপত্র দিয়েছে, ৫ই আগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে। কিন্তু জুলাইয়ের স্পিরিট ধারণের পরিবর্তে বিশেষ জাতিগোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করেছে। জনআকাঙ্খার প্রতিফলন ঘটেনি।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা সরকারকে বলেছি জনগণের আকাঙ্খা বাস্তবায়নে নিরপেক্ষ ভূমিকা রাখবেন, কিন্তু আমরা নিরপেক্ষ ভূমিকা দেখিনি। সংস্কার আমাদের দলীয় এজেন্ডা নয়, জনআকাঙ্খার বাস্তবায়ন। সংস্কার না করা হচ্ছে জুলাই স্পিরিটকে প্রত্যাখ্যান করা।’

সমাবেশ শেষে একটি মিছিল রেজিস্ট্রারী মাঠ থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

গতকাল বৃহস্পতিবার রাজধানী থেকে ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে আজ দেশের সকল বিভাগীয় শহরে কর্মসূচি ঘোষণা পালিত হয়।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

একই দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলাম।

Single News Bottom

শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জামায়াতে ইসলামী, সিলেট, বিএনপি, বিক্ষোভ সমাবেশ