সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি লক্ষীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।


আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন একই এলাকার মোছা আলী, ইমার হোসেন, নূর আলম এবং শাখাওয়াত হোসেন তবারক।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ইতোপূর্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে সংঘর্ষের আশংকা দেখা দিলে গ্রামবাসী সালিসে মিমাংসা করেন। কিন্তু দুপুরে আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালে সুলফির আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।


এ ঘটনায় আহতদের মধ্যে শুভ হাসান, আব্দুল মজিদ ও তানিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।অন্যান্য আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।


জামালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেন জানান, পূ্র্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন, বেশ কয়েক জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গ্রামের পরিবেশ শান্ত আছে।

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জামালগঞ্জ, সংঘর্ষ, নিহত, পূর্ব বিরোধ