সিলেটে নতুন করে ৫ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে সিলেটে ৬০জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। বর্তমানে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৬জন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ১৭০ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। যার মধ্যে সিলেটে ৩১ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ২০জন, হবিগঞ্জে ৯৬ জন এবং কিশোরগঞ্জ হতে সিলেটে এসেছেন ১জন।  


প্রতিবেদনে আরও বলা হয়-বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬জন। তবে এ বছর সিলেটে ডেঙ্গুতে প্রাণহানির ঘটনা ঘটেনি।  

Single News Bottom

শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন