ছবিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী

সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, দিরাই-শাল্লার অসমাপ্ত কাজগুলো তিনি শেষ করতে চান। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শাল্লা সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাছির উদ্দীন চৌধুরী বলেন, ‘সুরঞ্জিত বাবু সাতবার এমপি হয়েও এই এলাকার মানুষের মুখে হাসি ফুটাতে পারেননি। আমি দিরাই-শাল্লার মানুষের মুখে হাসি ফুটাতে চাই।’

নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখন অনেকটাই সুস্থ। ব্যাংককে গিয়ে চিকিৎসা করাবো। আশা করি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের মধ্যে ফিরে আসব। তাই চিকিৎসায় যাওয়ার আগে আপনাদের দোয়া নিতে এসেছি।’

সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আবারও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার কাজটুকু করে দায়মুক্ত হতে চাই।’

তিনি আরও বলেন, ‘আগে চোরদের ভয়ে দিরাই-শাল্লার মানুষ “খবরদার, খবরদার” বলত। আমি নেতৃত্বে আসার পর চোরদের উপদ্রব কমেছে। এই এলাকার কৃষকের পক্ষে লড়াই করেছি। জেলেরা যাতে ভাসমান পানিতে নির্ভয়ে মাছ ধরতে পারে, সে লক্ষ্যেও কাজ করেছি।’

সভায় শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

শাল্লা, বিএনপি, নাছির উদ্দিন চৌধুরী,