মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাতামোড়াল পানপুঞ্জি সীমান্ত দিয়ে ১২ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।

আটক রোহিঙ্গাদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

বিয়ানীবাজার বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাতামোড়াল পান পুঞ্জি এলাকা থেকে বিজিবির টহলদল রোহিঙ্গাদের উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক বলে পরিচয় দেন। পরবর্তীতে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা এসব রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। তাদের কোনো বৈধ পরিচয়পত্র নেই, এজন্য যাচাই করতে সময় লেগেছে।”

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, “বিজিবি রাত ১০টার দিকে আমাদের কাছে ১২ জন রোহিঙ্গাকে হস্তান্তর করে। আমরা কক্সবাজারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।”

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, রোহিঙ্গা, বিএসএফ, বিজিবি, পুশইন