রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে সিলেট নগরীর ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনের লক্ষ্যে দুইটি কম্পিউটার এবং প্রায় দুইশত শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম ও টিফিন বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির নিকট কম্পিউটার ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।  


ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী পিএইচএফ এর সভাপতিত্বে কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র রোটারিয়ান আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিডিজি লে. ক. (অব:) প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর। 


এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের সচিব ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশিক নূর, শিক্ষা কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, প্রধান শিক্ষক বিজয় ভূষণ ধর, রিপসা টিম ডি ৬৫ বাংলাদেশের  কো-অর্ডিনেটর (এডমিন) সিপি রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পি এইচ এফ, কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ পি এইচ এফ, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আইপিপি মোহাম্মদ আব্দুল বাছিত পি এইচ এফ।


আরও উপস্থিত ছিলেন পিপি প্রফেসর সাখাওয়াত হোসেন আজাদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এ এস এম জি কিবরিয়া, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ ফারুক আহমেদ, ফাষ্ট জেন্টলম্যান রোটারিয়ান মোঃ আবুল কালাম, রোটারিয়ান আমিনুল ইসলাম, রোটারিয়ান আনোয়ার হোসেন- ১, রোটারিয়ান আনোয়ার হোসেন-২,রোটারিয়ান ফজল আহমদ সাগর, রোটারিয়ান রঞ্জিত দেব নাথ, রোটারিয়ান আয়েশা মনি, রোটারিয়ান ফাতেমা বেগম, রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস, রোটারি প্রকৃতি যাত্রার চেয়ারম্যান রোটারিয়ান মোঃ সাইফুল ইসলাম শামীম, মিসেস মারওয়া চৌধুরী, সাংবাদিক, শিক্ষকমন্ডলী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Single News Bottom

শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন