শাল্লায় কমিটি গঠনে বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ
রাজনীতি
প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:১৫ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি। সাদাপাথর লুটকাণ্ডে গ্রেফতার হওয়া ও পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিনের মুক্তি চেয়ে বিবৃতি দেওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়।
শোকজপ্রাপ্তরা হলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবর। সাহাব উদ্দিন আগে সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।
গত ১৪ সেপ্টেম্বর রাতে নগরীর কুমারপাড়া থেকে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে র্যাব। পরদিন তাকে সাদা পাথর লুটের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।
গতকাল (মঙ্গলবার) কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তার মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবারই জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিবৃতির বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিন দিনের মধ্যে জেলা বিএনপির কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
সিলেট, কোম্পানীগঞ্জ, বিএনপি, সাদাপাথর, লুট, সাহাব উদ্দিন,