দেড় বছরেও শেষ হয়নি ড্রেন সংস্কার, দুর্ভোগে বালুচরবাসী
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩২ অপরাহ্ন
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাট ও আর্থিক দুর্নীতির ঘটনায় অন্তত ৪২ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা তদন্তে সিলেটে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান দল।
দলটি শুক্রবার সিলেট এসে আজ রবিবার বিভিন্ন সংস্থা ও দপ্তর পরিদর্শন করেছেন। আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) তাদের ভোলাগঞ্জের সাদা পাথর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
দুদকের সদরদপ্তরের উপপরিচালক রাশেদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি টীম এ অনুসন্ধান করছে বলে সিলেট ভয়েসকে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর মো. আক্তার হোসেন জানান, আলোচিত সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট ও আর্থিক দুর্নীতির ঘটনায় অন্তত ৪২ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রাথমিক প্রমাণ পাওয়ার পর অনুসন্ধান শুরু করেছে বলে জানান তিনি। কমিশনের সভায় এই প্রস্তাব তোলা হলে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সাদা পাথর লুটপাটের ঘটনায় দুদকের সিলেট জেলা কার্যালয় থেকে পরিচালিত অভিযানে ৪২ প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার নাম উঠে আসে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য এমনকি সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির সদস্যও।
দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ চক্রে জড়িত। পাশাপাশি প্রশাসনের নির্লিপ্ততা ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতার বিষয়ও উঠে এসেছে।
সিলেট, সাদা পাথর, লুট, তদন্ত, দুর্নীতি দমন কমিশন, দুদক, তদন্ত, অনুসন্ধান দল, ভোলাগঞ্জ