রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে কম্পিউটার ও শিক্ষা সামগ্রী বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৬ অপরাহ্ন
মৌলভীবাজারে ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের নতুন কমিটি অনুমোদিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের এনসিসি ব্যাংক শাখায় এক বিশেষ সভায় উপস্থিত শাখা ব্যবস্থাপকদের সিদ্ধান্তে কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার এজিএম ও ম্যানেজার মো. আক্তার হোসেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সোনালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার এজিএম ও ম্যানেজার পুলক রঞ্জন চক্রবর্তী।
এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন এনআরবি ব্যাংক পিএলসি মৌলভীবাজার শাখার এফএভিপি ও ম্যানেজার মো. সাজ্জাদুর রহমান পিন্টু। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহিনুর রহমান।
কমিটি গঠন, মৌলভীবাজার, ব্যাংক