সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম।


কর্মশালায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব ফারুক আহমেদ, ইউপি সদস্য সৈয়দ আলাউর রহমান, মো. সুহেল আহমেদ, আকিক মিয়া, হাফিজুল ইসলাম চায়মন, মো. লাকু মিয়া ও সৈয়দা শিউলী আক্তার। এছাড়া জগন্নাথপুর উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সহ-সভাপতি ফজর আলী, সাধারণ সম্পাদক (সাংবাদিক) গোবিন্দ দেব, সদস্য হাজেরা বেগম ও ইয়াসমিনা বেগম বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, ব্রাক, বিদেসফেরত