লাখাইয়ে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যস্ত প্রতিমাশিল্পীরা
ধর্ম
প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৯:১০ অপরাহ্ন
আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর বিশ্বনাথ উপজেলায় মোট ২৫টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২টি ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করবে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় নয়, এটি সামাজিক সম্প্রীতির উৎসবও। তাই সর্বস্তরের সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে হবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদারের পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন—ওসমানীনগর সেনা ক্যাম্পের ইন-চার্জ লেফটেন্যান্ট শাহরিয়ার, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান, থানার ওসি এনামুল হক চৌধুরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় পূজা উদযাপন পরিষদসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শারদীয় দুর্গোৎসব-২০২৫, সিলেট, বিশ্বনাথ