জীবিকার সন্ধানে শহরমুখী জীবন, কেন চাষাবাদ ছাড়ছেন হাওরের কৃষক?
কৃষি
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন চন্দ সীল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খালেদ সাইফুল্লাহ, কৃষিবিদ রাজন আকন্দ, এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোবিন্দ দেব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ জানান, এ বছর জগন্নাথপুর উপজেলায় এক হাজার ১০০-এর বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে আমন ধানের বীজ, সার এবং আম, জাম, কাঁঠাল, নারকেল, নিম ও বেলসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঁচটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর, সুনামগঞ্জ, বীজ, কৃষি