বিশ্বনাথে মাদরাসা শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৫ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে মাদরাসা শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর গভীর রাতেউপজেলার বিশ্বনাথ খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া গ্রামে মাওলানা ছাদিকুর রহমানের (ছাদিক সিরাজি) বাড়ীতে এ ঘটনা ঘটেছে।
ছাদিক সিরাজি শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার হিসেবে কর্মরত। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় মাওলানার ছোটভাই মিজানুর রহমান বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ছাদিক সিরাজির বসত ঘরের থাই-জানালার কাচ ভাঙচুর করে। মাওলানা সিরাজি দেশের বাইরে থাকায় তাৎক্ষণিক তিনি ঘটনাটি থানাপুলিশকে অবগত করেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, একটা গ্লাস ভাঙার বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।