শাবিপ্রবির ৬ হলে ছাত্রদলের 'আইডিয়া বক্স' স্থাপন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০৬ অপরাহ্ন
শিক্ষার্থীদের মতামত, সমস্যা ও প্রস্তাবনা প্রশাসনের কাছে তুলে ধরতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) 'আইডিয়া বক্স' স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রথম ছাত্রী হলের সামনে আইডিয়া বক্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এসময় বিভিন্ন দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন ৷
নতুন এই 'আইডিয়া বক্সে' প্রত্যেক শিক্ষার্থী নিজেদের মতামত, সমস্যা ও সমাধানের প্রস্তাব জমা দিতে পারবেন। এ ছাড়াও ‘কিউআর কোড’- এর মাধ্যমে আইডিয়াগুলো অনলাইনে নামহীন বা নামসহ সাবমিট করার সুযোগ রয়েছে। কিউআর কোড সংবলিত একটি পোস্টার ক্যাম্পাসের প্রতিটি স্থাপনায় দেওয়া হয়েছে৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হলে 'আইডিয়া বক্স' স্থাপন করেছি। আমরা বিশ্বাস করি একজনের ছোট্ট চিন্তাও পুরো ক্যাম্পাসে বড় পরিবর্তন আনতে সক্ষম। ছাত্রদল কেবল রাজনীতি করে না; বরং শিক্ষার্থীদের সমস্যা সমাধান, নেতৃত্ব তৈরি ও ক্যাম্পাস উন্নয়নে কাজ করে। শিক্ষার্থীদের দেওয়া আইডিয়াগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং বাস্তবায়নে চেষ্টা চালানো হবে।’
শাবিপ্রবি, ছাত্রদল, আইডিয়া ব্কস