সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) তাহিরপুর উপজেলা সদর, বাদাঘাট বাজার ও ধর্মপাশার বড়ই বাজারে এই বিক্ষোভ মিছিল করেন বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুলের অনুসারীরা।

 

কামরুজ্জামান সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ,তাহিরপুর উপজেলা পরিষেদের সাবেক চেয়ারম্যান। কোন কোন স্থানে বিক্ষোভ মিছিলটি একপর্যায়ে গণমিছিলে পরিণত হয়। স্লোগান উঠে, 'এই সেই বুঝিনা, কামরুল ছাড়া মানিনা।'

 

বিকেলে তাহিরপুর সদরে হওয়া বিক্ষোভ মিছিলটি তাহিরপুর বাজার থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে মিলিত হয়। পরবর্তীতে সন্ধ্যা আরেকটি বিক্ষোভ মিছিল উপজেলার বাদাঘাট বাজারে অনুষ্ঠিত হয়। এর আগে ধর্মপাশার বড়ই বাজারে আরেকটি বিক্ষোভ মিছিল করা হয়।

 

বিক্ষোভ পরবর্তী পথসভায় বক্তরা বলেন, সুনামগঞ্জ-১ আসনে প্রাথমিক মনোনয়নে প্রার্থী বাছাইয়ে তারেক রহমানের বাইরে যে প্রহসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল বিএনপি তা মেনে নিবে না। চূড়ান্ত মনোনয়নে তৃণমূলের মতামত অগ্রাহ্য হলে দাবি আদায়ে রাজপথকেই বেছে নেওয়া হবে।

 

বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, সদস্য চাঁন মিয়া মাস্টার, সদর ইউনিয়ন আহ্বায়ক সাইদুল কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আহ্বায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন, ইউনিয়ন শ্রমিকদল আহ্বায়ক এসকে শফিকুল, বিএনপি নেতা আবু সাঈদ, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম, যুবদল নেতা সামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল প্রমুখ।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-১