সুষম উন্নয়নের মাধ্যমে পরিকল্পিত নগর উপহার দিতে চাই: খন্দকার মুক্তাদির
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২৫ ৮:০২ অপরাহ্ন
সিলেট-১ আসনে (মহানগর ও সদর) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অতীতে অপরিকল্পিত উন্নয়ন এবং অবকাঠামোগত লুটপাটের কারণে প্রত্যাশিত উন্নয়ন হয়নি, যার ভুক্তভোগী এই সিলেটের ব্যবসায়ী সমাজ।
তিনি বলেন, আগামী নির্বাচনে এই নগরবাসীর সমর্থন নিয়ে ভবিষ্যতে সুষম উন্নয়নের মাধ্যমে পরিকল্পিত নগর উপহার দিতে চাই। বিশেষ করে ব্যবসায়ীদের সুষ্ঠু প্রতিবন্ধকতা দূরীকরণে ভুমিকা রাখতে চাই।
বুধবার (১৯ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি সরকার সবসময় ব্যবসায়ী বান্ধব সরকার। বিগত দিনে ব্যবসায়ীদের পাশে ছিলো আগামীতেও থাকবে। বিশেষ করে কালিঘাট, মহাজনপট্টি, কাষ্টঘর এলাকা সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা। আগামী নির্বাচনেও অতীতের ন্যায় এখানকার ব্যবসায়ীদের পাশে চায় বিএনপি। আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচনে ধানের শীষের বিজয়ে সিলেটের সকল ব্যবসায়ীরা পাশে থাকবেন।
একইদিন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির জোন-২ এর উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় তিনি বলেন, সিলেটবাসী স্বপ্নপূরণে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে কাজ করবে আমরা। সিলেট অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ এবং সামগ্রিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে বিএনপি সবাইকে নিয়ে কাজ করবে।
১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুব হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
সিলেট-১ বিএনপি প্রার্থী, খন্দকার আব্দুল মুক্তাদির সংবাদ, সিলেট পরিকল্পিত নগর উন্নয়ন