সিলেট–১ (সিলেট মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে একনজর দেখতে চা–বাগানে ভিড় জমায় শ্রমিকেরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে  সকাল ৭টার দিকে হঠাৎ সিলেটের খাদিম এলাকার বিভিন্ন চা–বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলাপ, কুশল–বিনিময় ও আড্ডায় সময় কাটান তিনি। শ্রমিকদের পাশে বসে চা পান করেন এবং সবার সঙ্গে সেলফিতেও অংশ নেন।

চা–শ্রমিকদের ভোরের বাস্তবতার সঙ্গে পরিচিত হয়ে তাদের জীবন–সংগ্রামের নানা দিক শোনেন খন্দকার মুক্তাদির। শ্রমিকেরা জানান, ন্যূনতম মজুরি থেকে শুরু করে রেশন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা—কোনো ক্ষেত্রেই তাঁরা ন্যায্য সুবিধা পান না। মৌলিক অধিকার আদায়ে প্রায়ই আন্দোলন করতে হয় তাদের।

খন্দকার মুক্তাদির বলেন, চা–শ্রমিকদের সব মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। শ্রমিকরা যাতে স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বসবাস করতে পারেন, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, বেতন ও রেশন বৃদ্ধি, শিক্ষা–স্বাস্থ্যসেবা, চাকরির নিশ্চয়তা এবং স্থায়ীভাবে জমি বরাদ্দ–সব ক্ষেত্রেই বিএনপি কাজ করার অঙ্গীকার করছে।

এসময় তাঁর সঙ্গে ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট-১, জাতীয় সংসদ নির্বাচন, খন্দকার আব্দুল মুক্তাদির, চা–বাগান