
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের দাবিতে উত্তাল স্থানীয় নেতাকর্মীরা। এর প্রেক্ষিতে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীকে দলীয় মনোনয়ন প্রদানের আহ্বান জানিয়ে বিশাল গণমিছিল করেছেন একাংশের নেতা-কর্মীরা।
বুধবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে গোয়াইনঘাট-সালুটিকর সড়কে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ গণমিছিলে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, হাকিম চৌধুরী এই মাটির সন্তান। তিনি সুখে দুঃখে সবসময় এলাকাবাসীর পাশে ছিলেন। এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে হলে স্থানীয় প্রার্থী ও হাকিম চৌধুরীকে মনোনয়ন প্রদানের জন্য দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানাই।
তারা আরও বলেন, সিলেট-৪ আসনের সাধারণ জনতা বাইরের প্রার্থীকে গ্রহণ করবেনা। তাই দলের উচিত এই আসনে প্রার্থী নির্ধারণে স্থানীয় জনগণ ও তৃনমূলের মতামতকে প্রাধান্য দেয়া।
মিছিলে অংশগ্রহণকারীরা সিলেট-৪ আসনে ‘বহিরাগত’ প্রার্থীর বদলে স্থানীয় প্রার্থী জননেতা আবদুল হাকিম চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়ার দাবি জানান।এ সময় অংশগ্রহণকারীরা ‘মানিনা মানব না, হাকিম ছাড়া বুঝিনা’ এই সেই মানিনা, হাকিম ছাড়া বুঝিনা’ নানা স্লোগান দিতে থাকেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ছালিক আহমদ সাদীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে তিন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এর আগে গেল ৩ নভেম্বর বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও সিলেট-৪ ও সিলেট-৫ আসন এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় ৫ নভেম্বর সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নিজের প্রার্থীতা ঘোষণা করলে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ফলে সীমান্তবর্তী এ তিন উপজেলাজুড়ে টানা আন্দোলন শুরু হয়। ৬ নভেম্বর সন্ধ্যা থেকে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের অন্তত ১৫টি স্থানে এবং ৮ নভেম্বর সালুটিকর-গোয়াইনঘাট সড়কসহ ১৩টি পয়েন্টে মশাল মিছিল করে স্থানীয় প্রার্থী দাবিতে নেতাকর্মীরা উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেন। এরপরও প্রতিদিনই তৃণমূল পর্যায়ে এই দাবির পক্ষে নিয়মিত কর্মসূচি চলছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট-৪ আসন, বিএনপি, নির্বাচন, হাকিম চৌধুরী, আরিফুল হক, সিলেট


