ছাতকে জমি নিয়ে বিরোধ : দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ১৫
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২৫ ২:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে বাজারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিদ্ধারচর গ্রামের পাশে ‘ইসলামগঞ্জ’ নামে নতুন একটি বাজার গড়ে তোলার উদ্যোগ নেয় স্থানীয়রা। বাজারের জমি নিয়ে গ্রামের আব্দুল হকের সঙ্গে বাজার কমিটির মামলাও চলছে। মঙ্গলবার ওই জমির মাপজোক চলার সময় নানশ্রী গ্রামের চান্দ আলীর সঙ্গে আব্দুল হকের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বুধবার সকালে দুই গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, বাজারের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব। মঙ্গলবারের কথা কাটাকাটির জের ধরেই আজ সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপি সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জনে মতো মানুষ আহত হয়েছেন। আহতরা ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, জমি–বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ছাতক, সুনামগঞ্জ, সংঘর্ষ, জমি নিয়ে বিরোধ