সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে কৃষকদের পাঁচ হাজার কৃষি ঋণ ও ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। 


মঙ্গলবার (১১ নভেম্বর) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আনিসুল হক আরও বলেন, বেগম খালেদা জিয়া নারী জাগরণে প্রথমবারের মতো মেয়েদের জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা চালু করেন। এবং তাঁদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেন। এর ধারাবাহিকতায় দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান সকল শ্রেণীর মানুষের অর্থনৈতিক ও সামাজিক অধিকার সুরক্ষায় ৩১ দফা ঘোষণা করেছেন। যেখানে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য সর্বোপরি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি করা হয়েছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ।

 

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক এর এর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি হাবিবুর রহমান, বিএনপির সহ-সভাপতি লালু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সভাপতি মোশাহিদ আলম, বিএনপি নেতা ডা. সামসুদ্দিন প্রমূখ। এসময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামে নারীদের অংশগ্রহণে উঠান বৈঠক করেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-১, আনিসুল হক