সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আনিসুল হক বলছেন, হাওরে উন্নয়নে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি ফিরিয়ে আনতে চাই। এই কর্মসূচীর মাধ্যমে হাওরে কৃষি বিপ্লবকে এগিয়ে নিয়ে যাব।

সোমবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষক তাঁর ন্যায্য সুবিধা পাবে। হাওরাঞ্চলে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে নদী খনন করে নাব্যতা বাড়ানো হবে যেন অকাল বন্যায় হাওরে ফসলহানি না ঘটে। এমন বক্তব্য শুনে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ধরেন, ভোট দিব কিসে, ধানের শীষে।

তিনি আরও বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে হাওরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। আমরা সেই ৩১দফা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে চাই।

বাদাঘাট ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে এসসময় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, এমদাদ হুদা ও বিএনপি নেতা আবুল হোসেনসহ লাউড়েরগড় ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় জেলা, উপজেলা ও বাদাঘাট ইউনিয়নের বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, হাওর, শহীদ জিয়া, খাল খনন কর্মসূচি, আনিসুল হক, বিএনপি, প্রার্থী, সুনামগঞ্জ-১