
সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে দলটির নেতা–কর্মীদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপির একটি অংশ প্রার্থী পুনর্বিবেচনার দাবি তুলেছে।
জানা গেছে, প্রার্থী ঘোষণার পর বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের কিছু এলাকায় ক্ষোভ দেখা দিলেও বেশির ভাগ নেতা-কর্মী দ্রুত ঐক্য ফিরিয়ে আনার পক্ষে।
গেল শনিবার রাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তারা বলেন, আসনের প্রার্থী ঘোষণার ক্ষেত্রে একটি ‘নিরপেক্ষ রিভিউ’ করা হলে দলের গ্রহণযোগ্যতা ও ঐক্য আরও মজবুত হবে।
সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন।
তিনি বলেন, ‘২০১৮ সালের কঠিন সময়ে মামলা-হামলার মধ্যেও ফয়সল আহমদ চৌধুরী নির্বাচনী মাঠে ছিলেন। তিনি কোনোদিন পিছু হটেননি এবং পেয়েছিলেন ১ লাখ ৮ হাজার ভোট। যেহেতু মহাসচিব বলেছেন তালিকাটি সম্ভাব্য, আমরা চাই চূড়ান্ত তালিকায় যেন তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।’
অন্যদিকে, বর্তমান মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী বলেন, ‘ছাত্রদল থেকেই আমার রাজনীতি শুরু। জেলা ছাত্রদলের সভাপতি থেকে এখন বিএনপির সাধারণ সম্পাদক পর্যন্ত দায়িত্ব পালন করছি। সংগঠনকে সুসংহত রাখতে কাজ করেছি সবসময়।
যারা অভিমান করে আছেন, তারাও শিগগিরই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে মাঠে নামবেন বলে জানান বিএনপির এ প্রার্থী।’
শেয়ার করুনঃ
নির্বাচন থেকে আরো পড়ুন
সিলেট-৬, জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি, সিলেট


