
অনেক নাটকীয়তার পর অবশেষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা নিয়ে গঠিত বৃহত্তর সিলেট-৪ আসনে শুক্রবার (৭ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন তিনি।
দিনটি শুরু করেন গোয়াইনঘাট উপজেলার বায়তুল আমান ভিত্রিখেল রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে। নামাজ শেষে স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন তিনি।
পরে তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন। এরপর স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গেল ৫ নভেম্বর রাতে বহু জল্পনা-কল্পনার পর আরিফুল হক চৌধুরীকে বিএনপির পক্ষ থেকে সিলেট-৪ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
পরদিন বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা থেকে সিলেটে ফিরে তিনি বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকার সব মুরব্বি ও নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সিলেট-৪ আসনের প্রতিটি উপজেলাকে একটি সুন্দর ও আধুনিক অঞ্চলে রূপ দিতে চাই।’
শেয়ার করুনঃ
নির্বাচন থেকে আরো পড়ুন
সিলেট-৪, সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন


