
দেশের প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর নিয়ে (সিলেট-২) সংসদীয় আসন গঠিত।
আর ক’দিন পরই নিবার্চনের তফসিল ঘোষণা করা হবে। এর পরই শুরু হবে যত জল্পনা আর কল্পনা এম ইলিয়াস আলীর এই আসনটিতে কে হচ্ছেন সংসদ সদস্য।
ইতোমধ্যে নিবার্চনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চষে বেড়িয়েছেন। জনগণের কাছে নিজেদের প্রস্তুত করে তুলতে শুরু করছেন।
এদিকে, আসনটিতে দেড়যুগ পর দলীয় প্রার্থী পেলো বিএনপি। এতে তৃণমূল নেতাকমীর্দের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামীলীগ না থাকলেও বিএনপি, জামায়াত নিবার্চনে অংশগ্রহণ করছে। পাশাপাশি ইসলামিক বিভিন্ন দলের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে লড়াই করার জন্য মাঠে, ঘাটে, হাটে চষে বেড়িয়েছেন।
দেশের প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর নিয়ে (সিলেট-২) সংসদীয় আসন গঠিত। এ আসন নিয়ে বিএনপির সম্ভাব্য দুই প্রার্থীর অনুসারীদের ব্যাপক আলোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে (ধানের শীষ প্রতীকে) প্রার্থীতা ঘোষণা করেন।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানকে দলীয় একক প্রার্থী ঘোষণা করার পর থেকে তিনি- গ্রামগঞ্জে (দাড়িপাল্লা প্রতীকে) উঠান বৈঠক করছেন।
আলোচনায় রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাছির আলী (ঘড়ি প্রতীক) ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানকে দলীয় একক প্রার্থী ঘোষণা করার পর থেকে তিনি- গ্রামগঞ্জে (দাড়িপাল্লা প্রতীকে) উঠান বৈঠক করছেন।
নিবার্চনকে সামনে রেখে, ইসলামিক দলগুলোর সমর্থনে স্থানীয় মানুষদের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে। এ আসন ঘিরে মূলত আলোচনায় তিনজনের নাম মানুষের মুখেমুখে।
ইসলামি দলের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ প্রার্থী হচ্ছেন। ইসলামী আন্দোলন সংগঠনের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন প্রার্থী হচ্ছেন।
বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী ডক্টর মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী। নতুন নিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার আব্দুস শহিদ। বাংলাদেশ আমজনগণ পার্টির সিলেট জেলা শাখার আহবায়ক রোটারিয়ান মিছবাহ উদ্দিন।
শেয়ার করুনঃ
নির্বাচন থেকে আরো পড়ুন
ইলিয়াস, আলী, ত্রয়োদশ, জাতীয়, সংসদ, নিবার্চন, বিশ্বনাথ, ওসমানীনগর


