ছবিঃ ফাইল ছবি

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কয়ছর এম আহমদের নাম ঘোষণার দু'দিন পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিষ্টার মো. আনোয়ার হোসেন। 

বুধবার (৫ নভেম্বর) বিকাল সন্ধ্যা ৬ টায় সিলেট ভয়েসকে মুঠোফোনে প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন। 

তিনি বলেন, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। শীঘ্রই আমার নির্বাচনী এলাকার মানুষদের সাথে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো। 

বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সব বিষয়ে চিন্তা ভাবনা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি। এলাকার সবাইকে নিয়েই নির্বাচন করবো।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-৩, বিএনপি, বিদ্রোহী প্রার্থী,