
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ৬৩ আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। সেই ৬৩ আসনের মধ্যে একটি সিলেট-৪ আসন (জৈন্তাপুর-গোয়াইনঘাট- কোম্পানীগঞ্জ) একটি। নির্বাচন এই আসনে দলের মনোনয়ন পেতে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা তৎপর ছিলেন।
এবার বিএনপি এই আসন খালি রাখায় মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাপ আরও বেড়েছে। কে পাচ্ছেন দলের মনোনয়ন সেটা নিয়ে স্নায়ুচাপ আরও বেড়েছে।
অন্যদিকে সিলেটের যে চার আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই চার আসনেও দলের অনেক মনোনয়ন প্রত্যাশী বাদ পড়েছেন। এ অবস্থায় এই আসন নিয়ে সোমবার রাত থেকে জল্পনা-কল্পনার শেষ নেই।
এই আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় সহ—সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও বিএনপি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেয়া সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
এছাড়াও এই আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি সিলেট-১ আসনেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
গতকাল বিএনপি সিলেট-১ আসনে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনে বঞ্চিত হয়েছেন আরিফুল হক চৌধুরী।
এ অবস্থায় গুঞ্জন ওঠেছে সিলেট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী। মনোনয়ন পেতে বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। অন্যদিকে, এই আসনটি জোটকে ছেড়ে দেওয়ার গুঞ্জনও ওঠেছে।
তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ—সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ‘সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীকে একাধিকবার দল থেকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তিনি প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আজ আরিফুল হকের সঙ্গে আমার কথা হয়ছে। তিনি বলেছেন-তিনি সিলেট-৪ আসনে মনোনয়ন চান না।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে জোটের সঙ্গে গেলেও সিলেট-৪ আসন জোটবদ্ধ হবে না। আপাতত এই আসন স্থগিত রাখা হয়েছে। যাচাই-বাছাই করে কয়েকদিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে।
এ বিষয়ে বক্তব্য নিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
শেয়ার করুনঃ
নির্বাচন থেকে আরো পড়ুন
সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি


