বর্ণাঢ্য আয়োজনে বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে ২০২৪ শিক্ষাবর্ষের মেধাবৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় দারুন নাশাত মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ২৬৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এ পরীক্ষায় অংশ নেয় অর্ধশতাধিক সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে আটশ শিক্ষার্থী।

অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আব্দুল হালিম নোমানী আল-আজহারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা ইয়াহিয়া যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. হারুন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, লাখাই মুক্তিযোদ্ধা জিয়া সরকারি কলেজের অধ্যাপক আলী আজম সিদ্দিকী, আজমিরীগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শেখ বশির আহমদ, হবিগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ মিয়া, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ছাদেক, শাহজালাল কে.জি স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাই, আমবাগান শিশু নিকেতনের প্রধান শিক্ষক আ. রউফ ও শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মহিবুর রহমান মিটু।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, শিক্ষক আওলাদ মিয়া, সাংবাদিক আব্দাল মিয়া, আক্তার হোসেন আলহাদী, অভিভাবক প্রতিনিধি শেখ আমজাল হোসেন, ফজলে খোদা লিটন, হাফেজ মাওলানা মোকাররম হোসেন সোহেল, ইমরান আহমদ চৌধুরী, মদন মোহন চক্রবর্তী, প্রভাষক রাসেল আহমদ, তাজ উদ্দিন আহমদ, শেখ সোহেল আহমদ, হাফেজ জহির উদ্দিন সোহেল ও হাফেজ সুহাইল আহমদ।

Single News Bottom

শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

বানিয়াচং মেধাবৃত্তি, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, ২০২৪ শিক্ষাবর্ষ, মেধাবৃত্তি পুরস্কার, হবিগঞ্জ শিক্ষা সংবাদ,