ছবিঃ ‘ফসল কর্তন সমাপনী উৎসবে বক্তব‍্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ‘ফসল কর্তন সমাপনী উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার কৃষি অধিদপ্তরের আয়োজনে মইয়া হাওরে এ উৎসব অনুষ্ঠিত হয়।

২০২৪-২৫ সালের রবি মৌসুমে জগন্নাথপুরে বোরো আবাদ থেকে প্রায় ১৫ লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসনের ভাষ্যমতে, এই বাম্পার ফলন শুধু জগন্নাথপুরের কৃষকদের জন্য নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্যও সহায়ক ভূমিকা রাখবে। কৃষকদের এই সাফল্য উদযাপনেই আয়োজন করা হয় উৎসবটির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, 'আপনারা যেভাবে ধান ঘরে তুলে আনন্দিত হয়েছেন, তেমনি সন্তানদের শিক্ষার প্রতিও মনোযোগী হোন। সন্তানদের স্কুলমুখী করুন। তাহলেই একজন গর্বিত পিতা হিসেবে গড়ে উঠবেন।'

তিনি প্রান্তিক কৃষকদের উদ্দেশে আরও বলেন, 'শুধু মৌসুম এলেই বাঁধ নয়, হাওরবাসীর দীর্ঘদিনের দাবি একটি টেকসই ফসল রক্ষা বাঁধ, যা প্রকৃতপক্ষে টেকসই কৃষি নিরাপত্তার অন্যতম উপাদান।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন তপন চন্দ শীল।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, পৌরসভার সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সাজাওয়ার হোসেন প্রমুখ।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, ফসল কর্তন উৎসব ২০২৫, বোরো ধান, হাওর, কৃষি সফলতা,