সুনামগঞ্জে ১১৭ কোটি টাকার ঘাস চাষ প্রকল্প শুধু কাগজেই সফল
কৃষি
প্রকাশঃ ১৮ নভেম্বর, ২০২৫ ২:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওর রক্ষা বাঁধ (পিআইসি) নির্মাণের জন্য সার্ভে কার্যক্রম শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শাল্লা শাখার উপ-সহকারী প্রকৌশলী ওবাইদুল হক জানান, গত সপ্তাহ থেকে উপজেলার ভরাম, কালিয়ারকোটা ও ভান্ডাবিলসহ মোট ছয়টি হাওরে সার্ভে শুরু হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী ওবাইদুল হক বলেন, ভরাম হাওরে ইতোমধ্যেই প্রায় আশি ভাগ সার্ভে সম্পন্ন হয়েছে। সার্ভে ও পোস্ট ওয়ার্কে অন্য জেলা থেকেও একটি বিশেষ দল আনা হয়েছে, যারা সার্বক্ষণিক এই কাজে নিয়োজিত থাকবে। আশা করছি ডিসেম্বরের পনেরো তারিখ নাগাদ প্রকৃত কৃষকদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কাজ মাঠ পর্যায়ে শুরু হবে।
২০১৭ সাল থেকে কৃষকদের মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২৩ সালে এ কার্যক্রমকে আরও কার্যকর করার জন্য ‘ফসল রক্ষা বাঁধ (পিআইসি) নীতিমালা’ প্রণয়ন করা হয়। নীতিমালায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, হাওরের প্রকৃত কৃষকদের সম্পৃক্ত করে বাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে।
জানা গেছে, গত ২৪-২৫ অর্থ বছরে শাল্লায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। সেইসব হাওর থেকে প্রায় ৪০০ কোটি টাকার ধান উৎপাদন হয়েছে, যা স্থানীয় কৃষকদের জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
পাউবোর এ কর্মকর্তা বলেন, আমরা চেষ্টা করছি, প্রকৃত কৃষকরা যেন এই বাঁধ নির্মাণে সরাসরি অংশগ্রহণ করেন। এতে স্থানীয় কৃষকদের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত হবে এবং হাওরের ফসলের নিরাপত্তাও বাড়বে।
সুনামগঞ্জ, শাল্লা, হাওর, ফসলরক্ষা, সার্ভে