সুনামগঞ্জে ১১৭ কোটি টাকার ঘাস চাষ প্রকল্প শুধু কাগজেই সফল
কৃষি
প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ন
সিলেটের হাওর, পাহাড়ি টিলা আর সমতল মাঠজুড়ে এখন সোনালি রঙের উচ্ছ্বাস। বাতাসে ভাসছে পাকা ধানের গন্ধ, কৃষকের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত এবং কৃষি বিভাগের দিকনির্দেশনায় জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
সরেজমিনে দেখা গেছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট থেকে শুরু করে জকিগঞ্জ পর্যন্ত মাঠে মাঠে দুলছে পাকা ধান। কিছু এলাকায় আগাম জাতের ধান কাটা শুরু হয়ে গেছে, আর বাকিদের চোখ এখন ফসল ঘরে তোলার প্রতীক্ষায়।
জেলা কৃষি অফিস জানায়, এবার সিলেটে প্রায় ১ লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। কৃষকরা বলছেন, এমন ভালো ফলন বহু বছর পর দেখছেন তারা।
দক্ষিণ সুরমার কৃষক আহমদ আলী জানান, এবারের ফসল দেখে মন ভরে গেছে। আবহাওয়া ছিল একদম ঠিকঠাক, বৃষ্টি হয়েছে সময়মতো, পোকামাকড়ও তেমন ছিল না। আগের বছরের তুলনায় ফলন দ্বিগুণ মনে হচ্ছে।'
গোয়াইনঘাটের তরুণ কৃষক রাশেদ মিয়া বলেন, “খরচ কম, ফলন বেশি—এবার লাভের মুখ দেখব ইনশাআল্লাহ। সোনালি ধান দেখলে পরিশ্রমের ক্লান্তিও হারিয়ে যায়।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুজ্জামান বলেন, সিলেটে এবার প্রকৃতি পুরোপুরি কৃষকদের পক্ষে ছিল। সঠিক সময়ে সার, বীজ, ও কীটনাশক সরবরাহ করা হয়েছে। আবহাওয়ার স্থিতিশীলতা ফলনের পক্ষে কাজ করেছে।
তিনি আরও বলেন, আমন মৌসুম শেষ হলেই রবি ফসলের প্রস্তুতি শুরু হবে। এই সাফল্য শুধু কৃষকের ঘরে নয়, সিলেটের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সিলেট, আমন ধান, কৃষক, কৃষি সম্প্রসারণ