হবিগঞ্জে বিজিবির অভিযানে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের রাধানগর পয়েন্টে সেতু ও কালভার্ট নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করে প্রকল্পের আর্থিক নিরীক্ষার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে 'ছাত্র-জনতা' ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ৮৭ কোটি টাকার এ প্রকল্পে শুরু থেকেই অনিয়ম চলছে। এরইমধ্যে মাত্র কয়েক দিনের ব্যবধানে উত্তোলন করা হয়েছে ১৮ কোটি টাকার বিল, যা নিয়ে এলাকায় বিস্তর প্রশ্ন উঠেছে।
সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জিহান জোবায়ের বলেন, "এই এলাকায় এর আগেও একটি সেতু নির্মাণ হয়েছিল, যা দুর্নীতির কারণে টেকেনি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। প্রকল্পের অর্থ যেভাবে উত্তোলন হচ্ছে, তাতে জনগণের অর্থ লোপাটের সুস্পষ্ট আলামত রয়েছে।"
বক্তারা আরও অভিযোগ করেন, প্রকল্পে তিনটি কালভার্ট থাকার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র দুটি নির্মাণ সম্পন্ন হয়েছে। অথচ এর জন্যই উত্তোলন করা হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা, যেখানে বাস্তব ব্যয় এক কোটি টাকারও কম।
মানববন্ধনে সাত কার্যদিবসের মধ্যে বিলের নিরীক্ষা, প্রকল্পের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ভবিষ্যতে এমন অনিয়ম রোধে প্রশাসনিক নজরদারির দাবি জানানো হয়।
এসময় বক্তারা জানান, প্রকল্পের অর্থ লোপাটে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীও জড়িত রয়েছেন। এ অবস্থায় অবিলম্বে কাজ বন্ধ রেখে পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে প্রকল্পের সাইট ম্যানেজার মো. সুবেল আহমেদ বলেন, "সব কাজ নীতিমালা অনুযায়ী হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। কোনো অনিয়মের প্রশ্নই ওঠে না।"
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, “আমরা নিয়ম মেনেই কাজ করছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মুহিত, রাধানগরের শফিনুর মিয়া, লালপুরের দেওয়ান আলী ও আবুল খায়ের।
সুনামগঞ্জ সেতু দুর্নীতি, রাধানগর সড়ক প্রকল্প, কালভার্ট নির্মাণ অনিয়ম