সুনামগঞ্জের দিরাইয়ে ধান শুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের সুলফির আঘাতে প্রান্ত দাশ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত প্রান্ত দাশ একই গ্রামের মৃত সেবক দাশের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ধান শুকানো নিয়ে নিহতের বড় ভাই পলাশ দাশের সঙ্গে প্রতিবেশী চান মিয়ার ছেলে সাকিল আহমদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিল ও তার ভাই দলবদ্ধ হয়ে বাড়ি থেকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে পলাশকে না পেয়ে খলায় থাকা প্রান্ত দাশকে সুলফি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন প্রান্ত। পরে স্থানীয়রা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলমান আছে।'




শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দিরাই, সংঘর্ষ, যুবক নিহত,