আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অনেকে পিআর প্রদ্ধতিতে করতে চাইছেন। কিন্তু 'পিআর প্রদ্ধতি' বাংলাদেশের জন্য উপযোগী নয়, এতে গণমানুষের মতামতের প্রতিফল ঘটে না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। 

তিনি বলেন, 'পিআর পদ্ধতিতে লাভের চেয়ে ক্ষতিই বেশি। যে নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটে না, সেটাকে নির্বাচন বলা যায় না।'  

বৃহস্পতিবার (৩ জুলাই) সিলেটের জকিগঞ্জে এম এ হক্ব চত্তরে উপজেলা জমিয়ত আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উবায়দুল্লাহ ফারুক বলেন, 'দেশের সবচেয়ে অবহেলিত সীমান্তিক জনপদের নাম জকিগঞ্জ-কানাইঘাট। দলীয় দায়িত্বশীল হিসেবে আমি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরি। কিন্তু জকিগঞ্জ-কানাইঘাটের মতো এত অবহেলিত কোন অঞ্চল আমার চোখে পড়েনি।'

তিনি আরও বলেন, 'এই আসনে বিগত ১৬ বছরে আওয়ামীলীগ মনোনীত ৩ জন সংসদ সদস্য ছিলেন। দল ক্ষমতায় থাকাবস্থায়ও উনারা জকিগঞ্জ-কানাইঘাটের কোন উন্নয়ন করেন নি। শুধুমাত্র মানুষের 'ভোট ডাকাতির' মাধ্যমে তাঁরা সংসদ সদস্য হয়ে নিজেদের উন্নয়ন করেছেন।' 

সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহের দাবীতে এই গণ জামায়েত অনুষ্ঠিত হয় ।  

জকিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক কে.এম মামুন ও মাওলানা রায়হান উদ্দিনের পরিচালনায় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাওলানা শায়েখ জিয়া উদ্দিন। 

গণ-জমায়েতে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গণ-জমায়েত বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা বিলাল আহমদ ইমরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড. মোহম্মদ আলী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলনা বদরুল হক, সিলেট জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসেমী, সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী মাহমুদ হোসাইন, কানইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, গোওয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি শায়েখ মুস্তফা আহমদ, জনকল্যাণ সোসাইটির সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, শ্রমিক জমিয়তের উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীনস, কানাইঘাট উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জমিয়তে উলামায়ে ইসলাম, রাজনীতি, নির্বাচন, জকিগঞ্জ