আওয়ামী লীগ সরকারের “দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী দুঃশাসন” অবসানের দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে জনশক্তি সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। 

সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমরা ন্যায়ের শাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত ও জনবান্ধব, যদি ইসলামপন্থীদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে।'

তিনি আরও বলেন, 'জুলাই-আগস্টে সম্ভাব্য গণঅভ্যুত্থানকে সফল করতে হবে। আওয়ামী লীগ সরকার দেশ ও জাতির যে ক্ষতি করেছে, তা ক্ষমাযোগ্য নয়। আবারও যদি সজাগ না থাকি, ভোটকেন্দ্র দখলের রাজনীতি ফিরে আসবে। এখনই সময়, ফসল ঘরে তোলার।'

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, 'জনগণ রাজনৈতিক পরিবর্তন চায়। সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে জামায়াত প্রস্তুত।'

আরও বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর ও সুনামগঞ্জ-১ আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খাঁন এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বক্তারা আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জামায়াত ইসলাম, সুনামগঞ্জ, দোয়ারাবাজার, সমাবেশ