কমিটি গঠনের লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে ইউনিয়নের বীরগাঁও বাজারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর ও আবুল কাশেম নাঈমের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'শেখ হাসিনা জনগণের সরকার ছিল না, সে ছিল পুলিশের সরকার। পুলিশকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীর উপর দমনপীড়ন চালিয়ে দেশকে একটি বৃহৎ কারাগারে রুপান্তর করেছিল। জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার জন্য মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্ধি করে রেখেছিল। বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করেছিল। মিথ্যা মামলা দিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশে আসতে দেয়নি। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীকেও মামলা, হামলা, নির্যাতন করেছিল। কিন্তু এত নির্যাতনের পরও জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করা যায়নি উল্টো ছাত্র-জনতার অভ্যূত্থানের মুখে তার আত্মীয়-স্বজন নিয়ে পালিয়েছে। এখন সময় এসেছে দলের ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ন করার। আগামী সকল কমিটিতে যারা নির্যাতিত ছিলেন তারাই স্থান পাবেন। দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ করেছেন এমন কাউকে কমিটিতে স্থান দেওয়া হবে না।'
সভায় প্রধান বক্তার বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খাঁন।
এসময় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা জুনু মিয়া, হোসাইন আহমদ, মোজাহিদ উদ্দিন, তোফায়েল আহমদ, আব্দুস সালাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাইকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, ফরিদ আহমদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম ও যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন, বিএনপি নেতা মহিবুর রহমান মবু, মইনুল হোসেন, সইদুর রহমান, মামরুল হোসেন, দুলেন আহমদ, ধন মিয়া মেম্বার, কুতুব উদ্দিন, রাহুজ্জামান রাজু, আবু সুফিয়ান, জুনু মিয়া, সিপাউর রহমান, ছাব্বির আহমদ, শওকত নুর, মাহবুব খাঁন, হান্নান, হরমজ আলী, ইজদালি, রওশন আলী, আসমাউর রহমানসহ উপজেলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ
রাজনীতি থেকে আরো পড়ুন
শান্তিগঞ্জ, পূর্ব বীরগাও, সুনামগঞ্জ, বিএনপি, রাজনীতি


