সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৮৮টি কেন্দ্রে আর বৃহস্পতিবার (২৬জুন) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনেই পরীক্ষার হতে বোর্ডের অধীনে ৮২৪জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। 

 

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে সিলেট বোর্ডের উপ পরিক্ষা নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরীক্ষার দৈনন্দিন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

 

প্রতিবেদনের জেলা ভিত্তিক তথ্য মতে, সিলেট জেলায় ৩২৩ জন, হবিগঞ্জ জেলায় ১৪৩জন, মৌলভীবাজার জেলায় ১৫৩জন ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ২০২জন অনুপস্থিত ছিলেন। 

 

পাশাপাশি সিলেট বোর্ডের অধীনে সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া কোন পরীক্ষার্থী বা পরিক্ষক অসদুপায় অবলম্বনে বহিষ্কার হয় নি বলেও প্রতিবেদনে বলা হয়। 

 

এ দিকে সকাল ১০টা থেকে  সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৮৮টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। যা দুপুর ১টা পর্যন্ত চলে। 

 

তাছাড়া করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের উর্ধ্বগতি বিবেচনায় বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুসারে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক ও পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার আয়োজন করে বলে জানা গেছে। যা প্রত্যেক পরীক্ষার সময়ে কার্যকর থাকবে বলে বোর্ড সুত্রে জানা গেছে। 

Single News Bottom

শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

পরীক্ষা, এইচএসসি, সিলেট বোর্ড, সিলেট শিক্ষা বোর্ড, করোনা, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা