ছবিঃ সংগৃহীত

দেশে চলমান পরিস্থিতি ও করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের উর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক, পরীক্ষার্থীসহ সকলকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। 

 

বুধবার (২৫জুন) বিকালে সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী। 

 

তিনি বলেন, যেহেতু দেশে করোনার প্রভার রয়েছে, সেহেতু আমরা পরীক্ষা কেন্দ্রে সকলকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছি। কেন্দ্রের বাইরে প্রবেশপথে হ্যান্ড সেনিটাইজার রাখতে বলেছি। 

 

ডেঙ্গু প্রভাব বিবেচনায় আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ডেঙ্গু নিয়েও সচেতন আছি। আমরা পরীক্ষা কেন্দ্রগুলোর চারপাশ পরিষ্কার রাখতে নির্দেশ দিয়েছি। এছাড়া মশা নিধনের ঔষধ ছিটানোর জন্য পদক্ষেপ নিতে বলেছি। 

 

এসময় পরীক্ষা কেন্দ্রের সামনে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও অভিভাবকদেরকে জটলা তৈরি না করতে অনুরোধ জানান শিক্ষা বোর্ড চেয়ারম্যান। 

 

এদিকে গত ১৬ জুন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের উর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়। 

Single News Bottom

শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

পরীক্ষা, এইচএসসি, সিলেট বোর্ড, সিলেট শিক্ষা বোর্ড, করোনা, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড