শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ফাঁকা আসনে তৃতীয় ধাপে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২২ জুন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২২ জুন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ সময় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ র‌্যাঙ্কিং তালিকার ২৫৫১ থেকে ২৮২০ পর্যন্ত শিক্ষার্থীকে ভর্তির জন্য ডাকা হয়েছে। 

 

এছাড়াএকই দিনে দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘বি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি কার্যক্রম চলবে। এতে  ৪০১ থেকে ৪৯৫ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

 

ভর্তি কমিটি সুত্রে জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থাকতে হবে। এছাড়া সঙ্গে নিয়ে আসতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, ব্লাড গ্রুপের যথোপযুক্ত প্রমাণপত্র এবং ভর্তি ফি বাবদ ১৪,৯০০ টাকা। বিষয় নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে ডাকা হবে।

 

এছাড়াও, যারা একাধিক ইউনিটে আবেদন করেছে, তাদের মধ্যে কেউ এক ইউনিটে ভর্তি হওয়ার পর যদি অন্য ইউনিটে সুযোগ পায়, তবে তার শুধু বিষয় পরিবর্তন হবে। পুনরায় ভর্তি ফি জমা দিতে হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

ভর্তির আসন ফাঁকার বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, নিয়মিতই ভর্তি বাতিলের কারণে আসন ফাঁকা হচ্ছে, এজন্য নির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না। তবে বিজ্ঞপ্তির দিন যে সংখ্যক ফাঁকা ছিলো তার থেকে কিছু বেশি ঢাকা হয়েছে, যাতে আবার ভর্তি বাতিল হলে তা পূরণ করা সম্ভব হয়। 


তিনি আরও বলেন, আমরা সম্ভাব্য ১জুলাই ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছি। এরপরপরই বিভাগগুলোতে ক্লাস শুরু হয়ে যাবে। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, ভর্তি, ফাঁকা আসন, তৃতীয় ধাপে ভর্তি, শাবি, শাহজালাল বিশ্ববিদ্যালয়