গত কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কমতে শুরু করেছে নদ-নদীর পানি। উপজেলার কুশিয়ারা ও নলজুর নদের পানি কমার ফলে নিম্নাঞ্চলে পানি নামতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

বুধবার (১১ জুন) সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কুশিয়ারা ও নলজুর নদসহ সব কটি নদ-নদীর পানি কমেছে। ফলে নিম্নাঞ্চলে ডুবে যাওয়া রাস্তাঘাট থেকে পানি নেমে যাচ্ছে। সেই সাথে ঝলমলে রোদ ওঠায় স্বস্তি ফিরেছে পানি বন্দি গ্রামবাসীর মধ্যে।

উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের ফাহিম হোসেন বলেন, 'কুশিয়ারা ও নলজুর নদের পানি বেড়ে যাওয়ায় রাস্তাঘাট তলিয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়। গত চারদিন ধরে বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে।' নিম্নাঞ্চল থেকে পানি কমে যাওয়ায় এসময় স্বস্তি প্রকাশ করেন তিনি।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজমুদ্দিন বলেন, 'বৃষ্টি না হওয়ায় বসতবাড়ির উঠান থেকে পানি নামতে শুরু করেছে। তবে রাস্তাঘাটে এখনও পানি রয়েছে; অনেক এলাকায় যানচলাচলও বন্ধ রয়েছে।'

জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী সবুজ চন্দ্র শীল বলেন, 'কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি না হওয়ায় পানি কমে লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমরা সব সময় মাঠে আছি।'


জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, 'নদ-নদীর পানি কমছে। বৃষ্টি না হলে পানি আরও কমবে। সার্বিক অবস্থার উপর আমাদের নজর রয়েছে।'

উল্লেখ্য, গত ২ জুন উজান থেনে নেমে আসা ঢলে ও টানা বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। ফলে বিভিন্ন হাট-বাজার ডুবে যায়। 

Single News Bottom

শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

বন্যা, পানি, জগন্নাথুপুর