বৃষ্টি না হওয়ায় জগন্নাথপুরে কমছে নদ-নদীর পানি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৮ জুন, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন
টানা কয়েকদিন সিলেট ও ভারতের আসামে ভারী বৃষ্টিপাত না হওয়ায় সুরমা নদীর পানি আজ (রবিবার) সকালে বিপৎসীমার নিচে নেমেছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
সকাল ৬টায় এই পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার উপরে ছিল এবং শনিবার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
এর আগে শনিবার সকালে কুশিয়ারা নদীর পানি বিয়ানীবাজারের শেওলায় বিপৎসীমার নিচে নেমে আসে। তবে এই নদী এখনো জকিগঞ্জের অমলশীদ ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সকাল ৯টায় এই নদী অমলশীদে বিপৎসীমার ৬ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জে ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে কুশিয়ারা নদীর পানি আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিপৎসীমার নিচে নেমে আসবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
সুরমা নদী, বন্যা, বিপৎসীমা, সিলেট, কুশিয়ারা, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড