সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৬টি আবাসিক হলের নাম পরিবর্তন ও পুনর্বহাল করে পরিপত্র জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রোববার (১ জুন) সিকৃবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আসাদ উদ দৌলা স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। 

পরিপত্রে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন ও  আরও ৩টি হলের নাম পুনর্বহাল করা হয়েছে।


ভেটেরিনারি কলেজ সময়ের নামকরণকৃত এম. সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে বিগত ফ্যাসিস্ট প্রশাসন শাহ এএমএস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল নামে নতুন নাম করন করে। 

বর্তমানে ভেটেরিনারি কলেজ আমলের প্রতিষ্ঠিত নাম পুনর্বহাল করে এম সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুরের সামাদ রহমান হল নামকরণ করা হয়েছে। 

পরিপত্রে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল( র.) হল, জেনারেল এম. এ. জি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে ।  

গত বছরের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জোরালো দাবির প্রেক্ষিতে হলসমূহের নাম পরিবর্তন ও সংশোধনের লক্ষে গঠিত কমিটির সুপারিশক্রমে ও ৪৮তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হলসমুহের নাম পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

সিকৃবি ভিসি ও সিন্ডিকেটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরপরই কলেজ আমলের প্রতিষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণকৃত হলসহ ভেটেরিনারি কলেজ ও সিকৃবির স্বপ্নদ্রষ্টা সাবেক সফল মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান ও তাঁর সুযোগ্য সহধর্মিণীর নামে প্রতিষ্ঠিত হলের নাম পরিবর্তন করে। 

তিনি বলেন ‘দীর্ঘ ১৬ বছর পর তাঁ দের  নামে প্রতিষ্ঠিত হলের নাম পুনর্বহাল করাসহ ফ্যাসিস্ট সরকারের  সহযোগি ও দুর্নীতিবাজদের নাম নামকরণকৃত হল সমুহের নাম পরিবর্তন করে সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নামে হলসমূহের নামকরণ করা হয়েছে। 


এদিকে সাধারণ শিক্ষার্থীরা হলের নাম পুনর্বহাল ও নতুন নামকরণে আনন্দ প্রকাশ করেছেন।



শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি হলের নাম পরিবর্তন, সিকৃবি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়