প্রতি বছরের মতো এবারও সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারীশিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজ আয়োজন করেছে ‘ফল উৎসব’ অনুষ্ঠানের। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় নগরীর কুমারপাড়ার মালঞ্চ কমিউনিটি সেন্টারে এই উৎসব অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উদ্বোধনী পর্বে সভাপতির হিসেবে বক্তব্য রাখেন, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, সিলেট মৃত্রিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিবিদ সালেহ আহমদ। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রোটারী সিলেট জেলার সাবেক গভর্নর ডা. মঞ্জুরুল হক চৌধুরী, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ও একই জেলার সাবেক গভর্নর লে. কর্নেল আতাউর রহমান পীর, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক কাজী মাহবুবা, এবং ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জে এম এইচ জে ফেরদৌস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক প্রণব কান্তি দেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী নূরুল মোমিন খোকন চৌধুরী, বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাসেম, কাজী জালালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, ব্রিটিশ বানিয়ান স্কুলের প্রিন্সিপাল নিয়াজুর রহমান, সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক চাঁদ সুলতানা, নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমুল আনসারী, এবং আরও অনেকে।

তৌফিক রাসেল ও হেলাল হামাম এর সঞ্চালনায় প্রথম পর্ব শেষে অতিথিদের নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ফল উৎসব উদ্বোধন করা হয়। এতে দেশি-বিদেশি ৮২ প্রজাতির ফলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

দ্বিতীয় পর্বে স্নিগ্ধা চক্রবর্তী ও মৌসুমী মেহরুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

উইমেন্স মডেল কলেজ, ফল উৎসব, সিলেট,দেশি-বিদেশি ফল, সাংস্কৃতিক অনুষ্ঠান