হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

শুক্রবার (২৩ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ব্রাহ্মণডুরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়লাডাঙ্গা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. রাসেল (২৬) এবং একই জেলার শিবগঞ্জ উপজেলার পাকাটুলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. বাবু হোসেন (২৫)।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ট্রাকও জব্দ করা হয়। 

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শায়েস্তাগঞ্জ গাঁজা উদ্ধার, র‍্যাব অভিযান, হবিগঞ্জ মাদক, অলিপুর রেলগেট, র‍্যাব-৯,