সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনকে ‘অস্বচ্ছ, অবিশ্বস্ত ও প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাবিপ্রবি সংসদ। রোববার এক লিখিত বিবৃতিতে সংগঠনটি জানায়, নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা, প্রার্থীদের নিরাপত্তাহীনতা ও সমান সুযোগের ঘাটতির কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে শাবিপ্রবির ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এমন তথ্যত জানান ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মোহাম্মদ জুবায়ের আহমেদ জুয়েল।

লিখিত বক্তব্যে শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের আরেক সংগঠক নাজনীন লিজা বলেন, নির্বাচন কমিশন গঠনের পর থেকেই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। কমিশনের চার সদস্যের পদত্যাগকে তারা ‘সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম কাঠামো ভেঙে পড়ার প্রমাণ’ বলে উল্লেখ করেছে।আমরা তিন দফা দাবি তুলেছিলাম যার মধ্যে, উপাচার্যের বিতর্কিত মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, গঠনতন্ত্র সংশোধনে অংশীজনদের সঙ্গে আলোচনা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচন আয়োজন। তবে এসব বিষয়ে কমিশন বা প্রশাসন কোনো আলোচনায় বসেনি বলে অভিযোগ তাদের।

তিনি বলেন, ক্ষমতাসংলগ্ন কিছু ব্যক্তি ও শিক্ষার্থী তাদের প্রার্থী ও সমর্থকদের ওপর মানসিক চাপ, হুমকি-ধামকি ও মব উস্কানির চেষ্টা চালিয়েছে। এতে প্রার্থীদের নিরাপত্তাহীনতা তৈরি হলেও প্রশাসন ‘নীরব ও নিষ্ক্রিয়’ থেকেছে। এছাড়া ক্যাম্পাসে বিভিন্ন গ্রুপকে অনুষ্ঠান, টেন্ট ও সাংস্কৃতিক কর্মসূচির অনুমতি দিলেও ছাত্র ইউনিয়নের ক্ষেত্রে ‘বৈষম্যমূলক আচরণ’ করা হয়েছে। এর ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরির প্রয়োজনীয় শর্ত ভেঙে পড়েছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, শাকসু নির্বাচন, বর্জন, ছাত্র ইউনিয়নের