শাবিপ্রবিতে পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশ, শিক্ষার্থীদের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২২ মে, ২০২৫ ৯:০৬ অপরাহ্ন
ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে 'যুব রেড ক্রিসেন্ট দল'র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সংগঠনের নতুন কার্যালয়ের সামনে সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, দলটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা মোছাম্মৎ জেবিন আখতার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, মুজিব-জাহান রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী ও প্রোগ্রাম অর্গানাইজার কমল পদ পাল।
এর আগে, যুব রেড ক্রিসেন্ট দল মুরারিচাদ কলেজ ইউনিটের নতুন কার্যালয় উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ।
যুব রেড ক্রিসেন্ট দলের মুরারিচাঁদ কলেজ ইউনিটের ডেপুটি লিডার-১ রাজিব হোসাইন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।
কর্মসূচীতে দলনেতা ডালিম আহমেদ, ডেপুটি লিডার-২ বখতিয়ার মাহমুদ, সদস্য আবু নাসের, তৈয়বুর রহমান আবির, রুহেল আহমদ, সামিহা তাহসিন, কিবরিয়া আহমেদ সৌরভ, মিফতা হাসান, আলী আকবর জাবের, ইউসুফ আল আজাদ নিশাত, সোহাগ আলম, বায়জিদ হোসেন, আলপিনা আক্তার ও মোছা. ছালিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুছলেহ উদ্দিন মুনাঈম, সাধারণ সম্পাদক লবীব আহমদ, বিজ্ঞান ক্লাবের সভাপতি আবু সায়িদ জাবির, মোহনার অর্থ সম্পাদক মীর জান্নাত, রোভার স্কাউট গ্রুপের সদস্য আব্দুল কাহার ও রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমসি কলেজ, যুব রেড ক্রিসেন্ট দল, মুরারিচাঁদ কলেজ, রক্তদান কর্মসূচী