সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বাঙ্কার থেকে পাথর লুটের অভিযোগে পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও ৩১টি বারকি নৌকা জব্দ করা হয়েছে।


বুধবার (২১ মে) দুপুরে সিলেটের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে টাস্কফোর্স অভিযানে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়। 


কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিবুন্নাহার সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।  


দণ্ডপ্রাপ্তরা হলেন, কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে জসিম উদ্দিন, একই উপজেলার হরমুজ আলীর ছেলে তোফাজ্জল ও ফজলু মিয়ার ছেলে আবেদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় গ্রামের আব্দুন নুরের ছেলে ছালিক মিয়া ও  একই উপজেলার বটেরতল গ্রামের ইছুব আলীর ছেলে ইরন মিয়া। 

 

ইউএনও আজিবুন্নাহার বলেন, ‘বুধবার দুপুরে ভোলাগঞ্জের রোপওয়ে বাঙ্কার এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে পাথর লুটের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদেরকে ৬ মাসের কারাদণ্ড দেন অভিযানে নেতৃত্বদানকারী সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।


তাছাড়া, অভিযানে ৩১টি বারকি নৌকা জব্দসহ পাথর বহনকারী একটি ট্রাক্টর আটক করা হয়েছে বলেও জানান তিনি।  


অভিযানে আইন-শৃঙ্খলাবাহিনী ও আরএনবির অনেক সদস্য অংশগ্রহণ করেন।




শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

পাথর কুয়ারী, বারকি নৌকা, পাথর