ছবিঃ আহ্বায়ক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম ও শাহ রাকিবুল হাসান রাফি (বামদিক থেকে)

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রাণিবিদ্যা বিভাগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলোজি ক্লাব’। একাডেমিক গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই যাত্রা শুরু করেছে ক্লাবটি। 


মঙ্গলবার (২২ মে) বিভাগীয় প্রধান প্রফেসর বিজন কুমার চক্রবর্তীর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 


কমিটিতে আহ্বায়ক হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুছলেহ উদ্দিন মুনাঈম ও সদস্য সচিব হিসেবে একই বর্ষের শাহ রাকিবুল হাসান রাফিকে মনোনীত করা হয়েছে।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক সাদাত আহমদ ফয়সল ও তানজিলা মেহনাজ, সদস্য শেখ উবায়দা ইসলাম সাদিয়া, মেহেদী হাসান তারেক, মো. আব্দুল্লাহ আল মামুন, মির্জা মাহদী বেগ, শাহ তাসনিয়া জামান তারিন, ইয়াসমীন দিপা, জয় রায়, জীবন মোস্তাফিজ।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই কলেজটিতে প্রায় প্রতিটি বিভাগেরই নিজস্ব ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন রয়েছে। এগুলো শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও নেতৃত্বের গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 




শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এমসি কলেজ, জুলুজি ক্লাব, প্রাণীবিদ্যা বিভাগ