রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ মে, ২০২৫ ৩:২৪ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার দেশীয় জাল নোট ও ভারতীয় রূপিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটককৃত ব্যক্তি শ্রীমঙ্গল থানাধীন ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে যুগেন্দ্র মল্লিক (৪১) ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানাধীন ২ নম্বর ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিক (৪১), পিতা- মৃত দেবেন্দ্র মল্লিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশি টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, তার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষ আদালতে প্রেরণ করা হবে।
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, দেশীয় জাল নোট, ভারতীয় রূপি, আটক, ডিবি পুলিশ